গত মাসেই মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপ সেনসেশন ব্রিটনি স্পিয়ার্স।
এর এক মাস না যেতেই গর্ভপাতে অনাগত সন্তানকে হারানোর কথা জানিয়েছেন তিনি।
ব্রিটনি ও তার সঙ্গী স্যাম আসগারি শনিবার ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে এ খবর জানান।
বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের জানাচ্ছি যে, গর্ভাবস্থার শুরুতে আমরা সন্তানকে হারিয়ে ফেলেছি। এটি যেকোনো মা-বাবার কাছেই হৃদয়বিদারক।
‘সম্ভবত মা হওয়ার খবরটি জানাতে একটু বেশি উচ্ছ্বসিত ছিলাম। আরও একটু অপেক্ষা করা উচিত ছিল আমাদের।’
বিবৃতিতে ব্রিটনি ও স্যাম আরও বলেন, ‘পরস্পরের প্রতি ভালোবাসাই আমাদের শক্তি। আমরা আমাদের সুন্দর পরিবারের সদস্য বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাব।’
কঠিন এ সময়ে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।
গত বছরের সেপ্টেম্বরে প্রেমিক স্যাম আসগারির সঙ্গে আংটি বদল করেন ব্রিটনি। স্যাম পেশায় শরীরচর্চা প্রশিক্ষক ও অভিনেতা।