মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ন

আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি
রিপোর্টারের নাম / ১২১ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

প্রত্যাশা টিভি ডেস্ক :কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনা ঘটেছে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বৃহস্পতিবার রাত ১২টার দিকে দৈনিক বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বালুখালীর ক্যাম্প-১৮ তে ৮ এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি অটোমেটিক রাইফেল ও ৪৯১টি গুলি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ক্যাম্প-১৮-১৭ এর মাঝামাঝি পাহাড়ি এলাকায় টহল দেয়ার সময় একদল সন্ত্রাসীকে দেখতে পান এপিবিএনের সদস্যরা। তাদের থামার সংকেত দিলে তারা না থেমে এপিবিএনকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালায়।

প্রায় এক ঘণ্টার বেশি সময় গুলোগুলির পর পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওই স্থান তল্লাশি করে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ