এনই আকন্ঞ্জি:বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে মানববন্দন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্বা দিলীপ কুমার নাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক প্রদ্যুৎ রন্জন নাগ,প্রেসিডিয়াম সদস্য জহরলাল সাহা,আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এডঃ অসীম কান্ত চৌধূরী কাজল,জেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,জেলা পুজা পরিষদের সাধারন সম্পাদক পরিতোষ রায়,জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি আচার্য, হরিপদ ভৌমিক দুলাল,সদর উপজেলার সভাপতি সব্যসাচী পাল,শহর কমিটির সাধারন সম্পাদক বিদ্যৎ বৈদ্য, তালশহর পুর্ব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রুপন দেব,জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি শুভন আচার্য প্রমুখ। এসময় বক্তারা বলেন,আমরা এদেশে শান্তিতে বসবাস করতে চাই।আমারা সাম্প্রদায়িকতার কালো থাবা থেকে বাচতে চাই।সারাদেশে একের পর এক সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, মুর্তি ভাংগা ও সংখ্যালঘুদের বসতবাড়ি দখলের মহোৎসবে মেতে উঠেছে সাম্প্রতিক গোষ্ঠী শুধু তাই নয় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার দিলীপ দেব নাথের উপর কাউন্সিলর মালেকের নেতৃত্বে হামলা হয়েছে ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী’র উপর হামলা করে গুরুত্বর আহত করেছে এবং বাড়ীঘর দখলের পায়তারায় লিপ্ত রয়েছে।শহরের মধ্যমেড্ডার গিরিধারি মান্দিরের ৭৪ শতক জায়গা দখলের পয়াতারা করছে ভুমিদস্যুরা।আজকের এই মানববন্দন থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।