ঈদে সিনেমা হলের মতো আয়োজন থাকছে ওটিটি প্ল্যাটফর্মে। প্রেক্ষাগৃহে যেমন নতুন সিনেমা মুক্তি পাবে, তেমন ওটিটি প্ল্যাটফর্মেও আসবে ওয়েব ফিল্ম।
সেই পরিকল্পনা অনুযায়ী চরকিতে ঈদ উপলক্ষে আসছে একটি ওয়েব ফিল্ম। যেটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি।
এতে অভিনয় করেছেন বুবলী, তমা মীর্জা, শাহরিয়ার নাজিম জয়, সুমন আনোয়ার। রাফি জানান, একজন নতুন অভিনেতাকে ওয়েব ফিল্মে ব্রেক দিচ্ছেন তারা।
ওয়েব ফিল্মটি সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাননি রাফি। তিনি দৈনিক বাংলাকে বলেন, ‘ওয়েব ফিল্মটি সিনেমার ভেতরের গল্প। একটি শুটিং ফ্লোরের ভেতরে কী কী হয়, তা নিয়েই কাহিনি।’
ওয়েব ফিল্মটির নাম রাখা হয়েছে ৭ নম্বর শুটিং ফ্লোর। এর কাহিনি, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। ৭ এপ্রিল ওয়েব ফিল্মটির শুটিং হয় এফডিসির ২ নম্বর ফ্লোরে।
ওয়েব ফিল্মটি কবে আসবে ওটিটিতে, তা এখনও জানায়নি চরকি কর্তৃপক্ষ।