ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে লিটন হাওলাদার নামের ওই যাত্রীকে আটক করা হয়।
কাস্টমসের সহকারী রেভিনিউ অফিসার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সব মিলিয়ে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। আটক ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জের রামপাল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
কাস্টমস কর্মকর্তা তরিকুল জানান, সকাল ৯টার দিকে দুবাই থেকে ঢাকাগামী ইকে ৫৮২ ফ্লাইটে বিমানবন্দরে আসেন লিটন। যাত্রী ইমিগ্রেশন শেষে সাড়ে ৯টার দিকে গ্রিন চ্যানেলে স্ক্যানিংয়ের সময় তল্লাশি করে তার পকেট থেকে দুটি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তিনি জানান, এরপর লিটনকে একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে মলদ্বার থেকে ১ কেজির বেশি স্বর্ণ পাওয়া যায়। সর্বমোট স্বর্ণ পাওয়া যায় এক কেজি ৩৪০ গ্রাম।