কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ৪৩ কেজি গাঁজা সহ চার জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৩১ মে ) জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয় এর নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব দেলোয়ার হোসেন , কসবা সার্কেলের দিক-নির্দেশনায় এবং কসবা থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই, আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানাধীন ৮নং কুটি ইউনিয়নের বিলঘর ভাদুখাল ব্রিজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করিয়া ২০ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ হৃদয় মিয়া(২১), পিতা-মৃত মোখলেছুর রহমান, সাং-কুইয়া পানিয়া,২। মোঃ মাইনউদ্দিন(৩০)(অটোচালক), পিতা-মোঃ অবিদ মিয়া, বতমান সাং-জেঠুয়ামুড়া, স্থায়ী সাং-নোয়াপাড়া, ৩। অরুনা আক্তার(৩০), স্বামী-ইসমাইল হোসেন, পিতা-মৃত আবু তাহের, সাং-আকবপুর, সব থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াগনের হেফাজত হইতে ২০ কেজি গাঁজা সহ একটি ব্যাটারী চালিত অটোবাইকসহ গ্রেফতার করেন।
এস আই আবদুর রহমান নেতৃত্ব একই সময়ে বিনাউটি ইপিস্থ পঞ্চগ্রাম ইদগাহের সামনে অনন্তপুর টু ধমর্পর পাকা রাস্তার উপর আসামী হাবিবুর রহমান প্রকাশ হাবিব পিতা-আবু তাহের, সাং-পীর মহেশপুর(মধ্য পাড়া), থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লার হেফাজত হইতে ১০ কেজি গাঁজা সহ একটি সিএনজিসহ গ্রেফতার করেন।
একইদিনে কসবা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই, মো: খায়রুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বায়েক সকিনে আবু তাহের কলেজ এর সামনে কাচা রাস্তার উপর-১৩ কেজি গাঁজা ও একটি নীল-হলুদ রংয়ের মাহেন্দ্র পিকআপ উদ্ধার করেন।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মহিউদ্দীন পিপিএম জানান, পৃথক অভিযানে মোট মাদক পরিবহনের একটি মহেন্দ্রা পিক-আপ, আটোবাইক, সিএনজি ও ৪৩ কেজি গাঁজাও উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণকরা হয়েছে। এ ধরনের মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।