শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন

কসবায় প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ দুই পাচারকারী গ্রেপ্তার
রিপোর্টারের নাম / ৯৪ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪০ কেজি গাঁজাসহ মোঃ বাচ্চু মিয়া-(৪০) ও জাহাঙ্গীর আলম-(৩০) নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার টি-আলী মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া কসবা উপজেলার কালতাসার গ্রামের নাজির আলীর ছেলে ও জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কুড়িপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উপজেলা সদরের টি-আলী মোড়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ