কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বায়েক কৈখলা গ্রামের মোহাম্মদ সোহেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তির ডিস সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহত সোহেল বায়েক ইউনিয়ন কৈখলা মৃত গনি মিয়ার ছেলে। সে একজন স্থানীয় ক্যাবল লাইন ব্যবসায়ী।গত রবিবার(১২ ফ্রেরুয়ারী ) সকাল এগারো ঘটিকায় এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মলিকাদিঘী এলাকায় পল্লী বিদ্যুতের খুটিতে নিজ ডিস লাইনের তার লাগানোর সময় আকস্মিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।