মোহাম্মদ রাসেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজা সহ আটক হয়েছে এক মাদক কারবারি।
আজ বুধবার (১৫ মার্চ ) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কসবা থানা।
সেখানে বলা হয়, বুধবার সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নে এস আই খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন রণপাহারা ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তিন লাখ পীর বাজারস্থ জনৈক ইব্রাহিম খলিলের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজাঁসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা বালুঘাট ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আঃ মালেক মিয়ার ছেলে ওমর ফারুক (২৪)।
কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল বিনাউটি তিললাখপীর বাজার আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে