কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ সোমবার সকাল ১১টায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যায়যায়দিন কসবা ফেন্ডস ফোরামের উদ্যোগে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যায়যায়দিন কসবা উপজেলা ফ্রেন্ডস ফোরামের সভাপতি মো. মনিরুল হক এর সভাপতিত্বে কসবা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কসবা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. রাশেদুল কাওসার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও নেপাল চন্দ্র সাহা, আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভূইয়া ও কসবা উপজেলা কৃষিবিদ ওহিদুর রহমান সরকার।
যায়যায়দিন কসবা উপজেলা প্রতিনিধি মো. শাহ আলম চৌধুরীর সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কসবা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, কসবা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন প্রমুখ। এসময় যায়যায়দিন কসবা উপজেলা ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক মো. সহিদুল হক, কসবা উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলুয়ার হোসেন, কসবা উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, প্রবীন সাংবাদিক এ কে এম মহসিন লিটন, আবুল খায়ের স্বপন, মো. শাখাওয়াৎ হোসাইন, ভজন শংকর আচার্য্য, সাইদুর রহমান খান, লিয়াকত মাসুদসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং যায়যায়দিন কসবা উপজেলা ফ্রেন্ডস ফোরামের সদস্যসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে একটি র্যালি কসবা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন ফ্রেন্ডস ফোরাম সভাপতি মো. মনিরুল হক। র্যালি শেষে যায়যায়দিন কসবা উপজেলা ফ্রেন্ডস ফোরাম সভাপতি মো. মনিরুল হক ফ্রেন্ডস ফোরামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে আগত অতিথিদের মিষ্টিমুখ করান।