মোহাম্মদ রাসেল মিয়া :
কসবায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণসহ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
দিবসের প্রথমে কসবা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা. কসবা থানা পুলিশ, কসবা উপজেলা ছাত্রলীগ, পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাউছার ভূইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন, কসবা মেয়র এমজি হাক্কানি , সফিকুল ইসলাম সোহাগ ব্যক্তিগত সহকারী মাননীয় আইনমন্ত্রী, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল,
উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক
কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া, সহকারী কমিশনার ভূমি সন্জিব সরকার প্রমুখ।