সাংবাদিক মোহাম্মদ রাসেল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া কসবায় গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও পোশাক বিতরণ। মঙ্গলবার দুপুরে ৩৫ জন গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও পোশাক তুলে দেয়া হয়।
নতুন বাইসাইকেল পেয়ে ভীষণ খুশি এ সকল গ্রাম পুলিশরা। নতুন সাইকেল পাওয়ায় তাদের কাজের গতি আরও বেড়ে যাবে এমনটাই অভিব্যক্তি প্রকাশ করেন তারা। গ্রাম-পুলিশরা এতদিন হেঁটে হেঁটে কাজ করতো। আমাদের কাজের গতি খুবই কম ছিল। এখন আমরা একটি করে নতুন বাই সাইকেল উপহার পেলাম। আশা করছি এখন থেকে আমাদের কাজের গতি আরও অনেক বৃদ্ধি পাবে।
কসবা উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের উদ্যোগে বাইসাইকেল ও পেশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভূইয়া(জীবন) ।
এসময় উপস্থিত ছিলেন, মেয়র এমজি হাক্কানি, কসবা উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ.ম হারুনুর রশিদ ঢালী, ভাইস চেয়ারম্যান মনির হোসেন , পশ্চিম ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মানিক সহ সাংবাদিক,রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রমুখ