কসবা প্রতিনিধি :কসবায় হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (শুক্রবার) ১১ টায় সকালে কসবা উপজেলা প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে জনাব রাশেদুল কাওসার ভূইয়া (জীবন) সাধারণ সম্পাদক কসবা উপজেলা আওয়ামীলীগ , প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন,কসবা পৌর মেয়র এমজি হাক্কানী , উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন ,সহকারী কমিশনার (ভূমি) সঞ্জুব সরকার, কসবা থানা ওসি মহিউদ্দিন, কসবা উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ.ম হারুনুর রশিদ ঢালী, কসবা পৌর তাতীঁলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া প্রমুখ।