মোবারক হোসেন চৌধুরী (নাছির): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দেলী বাজারের পূর্ব দিকে অবস্থিত বন্যা আশ্রয় কেন্দ্রটির টিন রড কাঠ সহ সকল মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে। স্থানীয় খাড়েরা ভূমি অফিসের মাত্র ৫০ গজ দূরত্বে অবস্থিত বন্যা আশ্রয় কেন্দ্রটির সকল মালামাল ভূমি অফিসের লোকজনের সহায়তায় লুট হওয়ার অভিযোগ তুলে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো আবু মুছা গত ২৯ মে ২০২২ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা কসবা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন যে, বন্যা আশ্রয় কেন্দ্রটির টিন রড কাঠ সহ সকল সামগ্রী লুটের অভিযোগ স্থানীয় আওয়ামীলীগের বিরুদ্ধে থাকলেও তিনি বলেন এই ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ জড়িত নয়। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় তদন্ত কাজ পরিচালনা করতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। উল্লেখিত ঘটনায় স্থানীয় জনগণের মাঝে বিরুপ প্রতিক্রিয়া রয়েছে। জনগণের দাবী হলো প্রকৃত দোষীদের আইনের কাঠগড়ায় দাড় করাতে হবে। তারা বলেন এই ঘটনায় যদি সরকারী ভূমি অফিসের লোকজনের সম্পৃক্ততা পাওয়া যায় তা হবে খুবই ন্যাক্কারজনক। বিষয়টা দ্রুত জনগণের নিকট খোলাসা করা উচিত বলে তারা মনে করেন।