মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি-
রূপসী বাংলা কলেজ এ
মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উপস্থিত রচনা প্রতিযোগিতা, ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃতি, দেশাত্নবোধক গান, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল।
বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মু. ইফতেখার আলম ভূইয়া, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান, উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মোতালেব।
এতে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান বিভাগের ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক, মানবিক বিভাগের ইনচার্জ মো. আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মোশাররফ হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মো. কবির উদ্দিন।