শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন

গাঁজা প্যাকেট করার সময় ১৫ কেজি গাঁজা সহ দুই কারবারিকে গ্রেফতার 
রিপোর্টারের নাম / ১৬৯ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
মোহাম্মদ রাসেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবা গাঁজা প্যাকেটজাত করার সময় ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। এ সময় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার  (৩১ মার্চ ) দিবাগত রাত সাড়ে ২টার দিকে কসবা উপজেলা বায়েক ইউনিয়ন   গৌরাঙ্গলা জসিমের বাড়িতে অভিযান চালিয়ে মাদকর কারবারিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া  গঙ্গানগর গ্রামের মৃত সুরুজ মিয়া ছেলে মোসলেম উদ্দিন(৫০), কসবা উপজেলা বায়েক গৌরাঙ্গগুলা মৃত শাহজাহান ভূইয়া ছেলে মিজানুর রহমান ভূইয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছেন  মোঃ জসিম ভূইয়া ও মোঃ রাব্বি ভূইয়া নামের দুই ব্যক্তি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বায়েক গৌরাঙ্গগুলা অবস্থান নিয়ে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সেই বাড়িতে প্যাকেট করার সময় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে দুই জনকে আটক করা হয়। এ সময় দুজন পালিয়ে যান। কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন (পিপিএম) বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। আটকৃত ও পালাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ