শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন

গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে ৪ টিভি সাংবাদিক আহত ও লাঞ্ছিত
রিপোর্টারের নাম / ২৬ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

প্রত্যাশা টিভি ডেস্ক : তথ্য সংগ্রহ করতে গিয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বাড়ীয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খানের নেতৃত্বে সন্ত্রাসীদের হামলায় ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার, আরটিভির আজহারুল ইসলাম, মোহনা টিভির আতিকুর রহমান আতিক, মাইটিভির মাহবুব আহত ও লাঞ্ছিত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বাড়ীয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খানের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ৫ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে যার নং ১/৩/২৩।

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারি দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়েছে।

বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, অব্যাহত সাংবাদিক নির্যাতন এবং বিচারহীনতার ঘটনায় মিডিয়া অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করে মিডিয়া অঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিৎ; নয়তো পেশা ছেড়ে যেতে বাধ্য হবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ