প্রত্যাশা টিভি ডেস্ক :
ঘরের মাঠে আর্সেনালকে নাস্তানাবুদ করে ছাড়ল টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লিগের ম্যাচে টটিশরা জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। যার ফলে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের জন্য বেশ কঠিন হয়ে গেল তাদের অবস্থান ধরে রাখা। আর্সেনালের কাঁধে নিঃশ্বাস ফেলছে টটেনহ্যাম।
বর্তমানে গানারদের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে টটেনহ্যাম। দুই দলের পরবর্তী ম্যাচের ফলের ওপর নির্ভর করছে সেরা চারের শেষ অবস্থান কার।
ঘরের মাঠে শুরু থেকেই আর্সেনালকে চেপে ধরলেও কম যাচ্ছিল না সফরকারীরা। আক্রমণ প্রতিআক্রমণ ছিল শুরু থেকেই। যার ফলে বেশ কয়েকবার মাঠে বিবাদে জড়িয়ে পড়ে দুই দলের ফুটবলাররা।
ম্যাচের ২২তম মিনিটে লিড নেয় স্বাগতিকরা। পেনাল্টি থেকে প্রথম গোলটি আদায় করে টটিশদের আনন্দের জোয়ারে ভাসান হ্যারি কেইন।
৩৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো বেন্টানকুর। হ্যারি কেইনের শট আলতো করে মাথা ছুঁইয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
২-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়িয়ে দেয় স্বাগতিকরা। যার ফলে শুরুতেই গোলের দেখা পেয়ে যায় অ্যান্তোনিও কান্তের শিষ্যরা। সন হিউং-মিন দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে দেন।
এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি আর্সেনালের পক্ষে। যার ফলে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
১৫ মে শেষ চারে টিকে থাকার লড়াইয়ে টটেনহ্যামের প্রতিপক্ষ থাকবে বার্নলি। অপরদিকে ১৭ মে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। শেষ চারে টিকে থাকতে দু’দলেরই জয়ের বিকল্প নেই।