মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন

ছয় দিন পর বিএনপি নেতা ইশরাকের জামিন
রিপোর্টারের নাম / ২০৯ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

 

গাড়ি ভাংচুরের অভিযোগে রাজধানী মতিঝিল থানায় করা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইশরাক হোসেনকে জামিন দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাকে জামিন দেয়।

আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ, নুরুল ইসলাম জাহিদ, কে এম খায়রুল কবির, তরিক উল্লাহ, আকাশসহ আরও অনেকে।

শুনানিতে তার আইনজীবী বলেন, ‘ইশরাকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। যেদিন এই মামলার হাজিরার তারিখ ধার্য ছিল ওইদিন তিনি দেশের বাইরে ছিলেন, এজন্য তিনি সে দিন আদালতে উপস্থিত হতে পারেননি।’

আদালত উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করে।

গত ৬ এপ্রিল সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

পরে ওইদিন বিকেলে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

মামলা থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাংচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় মামলাটি করে। ওই মামলায় ইশরাককেও আসামি করা হয়। পরে ইশরাক ১৮ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত বছরের ৫ জানুয়ারি জামিন পান তিনি।

এরপর ১৮ আগস্ট অসুস্থ থাকায় ইশরাক আদালতে হাজির হতে পারেননি। ওইদিন আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার এজাহারে ইশরাকসহ ৪২ আসামির নাম উল্লেখ রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ