যত বাধাই আসুক তা অতিক্রম করার ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সোনার বাংলা গড়তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি। সকালে মন্ত্রিসভা বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এসময় অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতেও শোক জানায় মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যু রাষ্ট্রের জন্য বড় ক্ষতি। বৈঠকে, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইন-২০২০ এর খসড়াতে নীতিগত অনুমোদন দেয়া হয়।
বেলা সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। সচিবালয় থেকে এতে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন মন্ত্রিসভার সদস্যরা।
বৈঠকের শুরুতেই সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, মাহবুবে আলমের দক্ষতা প্রজ্ঞা রাষ্ট্রকে অনেক কিছুই দিয়েছে।
৭৪ তম জন্মদিনেও নিয়মিত কাজের অংশ হিসেবে মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু কন্যা। তিনি জানালেন, স্বজন হারানোর ব্যথা নিয়েই তিনি দেশের জন্য কাজ করে চলেছেন।
বৈঠক শেষে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং এ জানান। আগে নীতিমালার আলোকে চলে আসলেও, এখন থেকে আইনের মাধ্যমে পরিচালিত হবে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো।
এসব শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম করলে জরিমানা ও শাস্তির বিধান রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।