ভারতীয় বহুমুখী কোম্পানি টাটা গ্রুপের একটি ‘সুপার অ্যাপ’র সম্ভাবনা বিবেচনায় টাটায় ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী খুচরা বিপণনকারী মার্কিন প্রতিষ্ঠান ওয়ালমার্ট।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিল্লিভিত্তিক অর্থ বিষয়ক সংবাদ মাধ্যম মিন্ট এই তথ্য জানিয়েছে।
দুই কোম্পানির মধ্যে চলমান আলোচনায় জানা গেছে, এই সুপার অ্যাপটি টাটা’র ই-কমার্স বিজনেস, ভারতের ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্ট ও ওয়ালমার্টকে এক প্লাটফর্মে নিয়ে আসবে।
সম্প্রতি এশিয়ার শীর্ষ ধনী ভারতীয় নাগরিক মুকেশ আম্বানি তার রিলায়েন্স কোম্পানির ডিজিটাল বিজনেস ‘জিও প্লাটফর্মস’র মাধ্যমে ফেসবুক, গুগল, কেকেআর ও সিলভার লেক পার্টনারের কাছ থেকে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এনেছেন। এমন খবর প্রকাশের পরপরই এ খবরটি প্রকাশ্যে এল।
খবরে বলা হচ্ছে, ওয়ালমার্টের এই বিনিয়োগ ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে। আর এই সুপার অ্যাপটি আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে ফ্লিপকার্ট ও টাটার ভোগ্যপণ্যের বৃহৎ ক্রেতাগোষ্ঠী আর ওয়ালমার্টের ক্রেতাগোষ্ঠী একই চ্যানেলে কেনাকাটা সারতে পারবেন। টাটার ভোগ্যপণ্যের মধ্যে রয়েছে ঘড়ি ও জুয়েলারি ব্র্যান্ড টাইটান ও ট্রেন্ট।
বলা হচ্ছে, এই আলোচনা যদি ফলপ্রসু হয় তাহলে এটিই হবে ফ্লিপকার্টে সর্বোচ্চ মার্কিন বিনিয়োগ। ফ্লিপকার্টের ৬৬ শতাংশ মালিকানার বিনিময়ে ১৬ বিলিয়ন ডলার দিবে ওয়ালমার্ট।
এই বিনিয়োগ চুক্তির জন্য ওয়ালমার্ট ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে গোল্ডম্যান স্যাকস’র সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বলেও খবরে বলা হয়েছে।