করোনা ভাইরাসের মধ্যেই যে কোন মূল্যে টোকিও অলিম্পিক আয়োজন করতে বদ্ধপরিকর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তাই নির্ধারিত সময়ে অলিম্পিক আয়োজনে জাপানকে সব ধরনের সহযোগিতা করবে আইওসি। বৃহস্পতিবার অনলাইন আয়োজিত এক সম্মেলনে এমনটাই জানান আইওসির সভাপতি থমাস বাখ। অন্যদিকে, টোকিও অলিম্পিকের সময় করোনা ভাইরাসের ভ্যাস্কিন পাওয়া যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
চলতি বছরের জুলাইয়ে, জাপানের টোকিওতে অলিম্পিক অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির বিশ্ব অলিম্পিক কমিটি ”দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এক বছর পিছিয়ে দেয়।
তবে, করোনা পরিস্থিতিতেও আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই অলিম্পিক আয়োজনের জন্য মুখিয়ে আছে জাপান। আর তা বাস্তবায়ন করার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপান সরকার ও তাদের অলিম্পিক কমিটি। আর আয়োজনের ব্যাপারে এর আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকেও ইতিবাচক সাড়া পায় জাপান।
এবার, তার লক্ষ্যেই বৃহস্পতিবার এক অনলাইন সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে, আইওসি এর সভাপতি থমাস বাখ, জাপান সরকার ও জাপান অলিম্পিক কমিটির সাথে বৈঠক করে নির্ধারিত সময়ের মধ্যেই অলিম্পিক আয়োজনের কথা জানান।
আইওসি সভাপতি থমাস বাখ বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আমরা অনেক কঠিন একটি সময় পার করছি। স্থগিত অলিম্পিককে আবারো নতুনভাবে আয়োজন করা- এ ধরণের ঘটনা এর আগে অলিম্পিক আয়োজনের ইতিহাসে ঘটেনি। নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক অলিম্পিকের অংশ হতে যাচ্ছে ।
অন্যদিকে, অলিম্পিকে অংশ নেয়া অ্যাথলেটদের স্বাস্থ্যবিধির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেবে বলে, আগেই জানায় স্বাগতিক দেশ জাপান। আর এবার আশার আলো জাগালো আইওসি সভাপতি। খুব দ্রুতই করোনা ভাইরাসের ভ্যাক্সিন পাওয়া যাবে বলে জানালেন সভাপতি।
আইওসি সভাপতি থমাস বাখ বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আমরা আশা করছি আগামী বছরের মাঝামাঝিতেই পর্যাপ্ত পরিমাণ করোনা ভাইরাসের ভ্যাস্কিন আমরা পেয়ে যাবো। আর তখন হয়তো টোকিও অলিম্পিকের জন্যও ভ্যাক্সিন আমাদের হাতে থাকবে। তবে এটাও সত্যি যে, এখন অনেক মেজর টুর্নামেন্ট।
এছাড়া, নির্ধারিত সময়ে অলিম্পিক আয়োজনে জাপানকে সব ধরনের সহযোগিতা করবে আইওসি। এমনকি, অলিম্পিক আয়োজনকে বাস্তবায়ন করতে কাঁধে কাঁধ মিলিয়ে জাপানের সাথে কাজ করবে বলেও আশ্বাস দেন সভাপতি।
আইওসি সভাপতি থমাস বাখ বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আমাদের এখন মূল দায়িত্ব একসাথে কাজ করা। যেহেতু আমাদের লক্ষ্য একটাই, অলিম্পিককে নির্ধারিত সময়ে আয়োজন করা। আর টোকিও অলিম্পিক কমিটি ও আমরা সেই পথেই হাঁটছি।
চলতি বছরের জুলাইয়ে টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হবার কথা ছিলো। করোনা মহামারির কারণে তা পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই নির্ধারণ করা হয়েছে।