যারা ঠিকমতো সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করবে না তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা দেয়া হবে না বলে জানিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
আজ শনিবার (২৬শে সেপ্টেম্বর) নগরভবনে আয়োজিত পরামর্শক কমিটির প্রথম সভায় তিনি একথা বলেন তিনি। সভায় সাবেক মেয়র মাহমুদুল ইসলাম ও আ জ ম নাছিরউদ্দিন উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রশাসক বলেন, নান্দনিক, পরিবেশবান্ধব ও উন্নত চট্টগ্রাম নগর গড়তে বিশিষ্টজনদের পরামর্শ গ্রহণ করতে সাবেক মূখ্য সচিব আব্দুল করিমের নেতৃত্বে ১৭ সদস্যের পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।
করোনার কারণে যথাসময়ে নির্বাচন সম্ভব না হওয়ায় গত ৬ই আগস্ট ১৮০ দিনের জন্য চসিক প্রশাসকের দায়িত্ব নেন সুজন। এর মধ্যে ৫০ দিন দায়িত্ব পালন করা সুজনের হাতে রয়েছে আর ১৩০ দিন।
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘এমন আইন করবো যারা ট্যাক্স বাকী রাখবেন বা ফাঁকি দিবেন তারা সিটি কর্পোরেশনের পৌর কর সুবিধা যাতে ভোগ করতে না পারে যতক্ষন এ ট্যাক্স আদায় না হয়।’