জানুয়ারির প্রথম সপ্তাহে আসে ঘোষণা। ঘোষণাটা হলো দেশের অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা কাজ করতে যাচ্ছেন কলকাতার ওয়েব সিরিজ মন্টু পাইলটের দ্বিতীয় সিজনে।
জানুয়ারির শেষভাগে শুরু হয় শুটিং। মার্চের শেষে এল সিরিজে মিথিলার লুক। মন্টু পাইলটের দ্বিতীয় সিজনে মিথিলার চরিত্রের নাম বহ্নি।
মিথিলা তার চরিত্রের লুক শেয়ার করেছেন ভেরিফায়েড ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন মুখ, নতুন পরিচয়/নীলকুঠির দরজায়…’
গল্পে নীলকুঠি একটি যৌনপল্লীর নাম। সেখানে বহ্নি কীভাবে চলে আসে, সেই গল্প রয়েছে। সেখানকার রাজা বা নীলকুঠির পাইলট হিসেবে আছেন সৌরভ দাশ। প্রথমটির মতো দ্বিতীয় সিজনটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য।
সিরিজটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। এটি কবে মুক্তি পাবে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ।