চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় দিনাজপুরে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দাম বৃদ্ধির জন্য পাইকাররা দুষছেন খুচরা বিক্রেতাদের। তবে অতি বৃষ্টিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় এই সংকট বলে দাবি কৃষকদের।
গত ১৫ দিনে দিনাজপুরের পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
বেশিরভাগ সবজির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। কোন কোন সবজির দাম ৩০ টাকা বেড়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। প্রতি আঁটি শাকের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। লাউ, কুমড়ার প্রতি পিসে বেড়েছে ২০ টাকা। কোন সবজিই ৫০/৬০ টাকার নিচে মিলছে না দিনাজপুরের বাজারে। বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, করলা ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, দেশি পেঁয়াজ ৮০/৮৫ টাকা ও এককেজি শসার দাম পড়ছে ১০০ টাকা।
বৃষ্টির কারণে সবজির ফলন কমেছে। আড়তে যা আসছে অনেকটাই কাড়াকাড়ি করে কিনতে হচ্ছে। সবজির পাইকাররা বলছেন, খরচ বাদে সামান্য লাভ করলেও খুচরা বিক্রেতারা বেশি লাভ করছে।
খুচরা বিক্রেতাদের দাবি, তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছেন। আর কৃষকরা বলছেন অতিবৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি। আর এতে বাজারে এসে বিপাকে পড়েছেন ক্রেতারা। দিনাজপুরে এবার সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে।