শুক্রবার চেন্নাইকে ৪৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দিল্লি। দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নামে দিল্লি। উদ্বোধনী জুটিতে ৯৪ রান তোলেন পৃথ্বী শ ও শেখর ধাওয়ান। ধাওয়ান ৩৫ রানে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন শ। পিযুষ চাওলার দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে তার উইলো থেকে আসে ৬৪ রান। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ২৬ ও ঋষভ পান্তের অপরাজিত ৩৭ রানে ভর করে ৩ উইকেটে ১৭৫ রানের পূঁজি পায় দিল্লি। জবাবে ৪৪ রানে ৩ উইকেট হারায় চেন্নাই।
এরপর আর কখনই জয়ের পথে ছিলোনা ধোনির দল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩১ রানে থামে চেন্নাই। ম্যাচ সেরা হয়েছেন পৃথ্বী শ। তিন ম্যাচে এটি চেন্নাইয়ের দ্বিতীয় হার।