শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পূর্বাহ্ন

নাসিরনগরে উৎসাহ উদ্দীপনায় নতুন ভোটাদের ছবি তোলার কার্যক্রম অনুষ্ঠিত
রিপোর্টারের নাম / ১১৫ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নতুন ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে ছবি তোলার কার্যক্রম অনুষ্ঠিত।

শুক্রবার ১০ জুন ২০২২ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ ছবি তোলার কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়াসহ সাংবাদিক, সুপারভাইজার, তথ্যসংগ্রহকারী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। গত ২০ মে হতে ৯ জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ করে ১০ জুন থেকে পর্যায়ক্রমে ১৩ টি ইউনিয়নে ১৩ জুলাই ২০২২ পর্যন্ত নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথম দিনে নতুন ভোটারদের ছবি তোলার ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ভলাকুট ইউনিয়নে ১০/১১ জুন দুই দিনে ২১১৩ জন নতুন ভোটারের ছবি তোলা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, নাসিরনগর উপজেলায় ১৩ টি ইউনিয়নে ১৩ জুলাই পর্যন্ত মোট ১৭ ৬৩৫ জন নতুন ভোটারের ছবি তোলা হবে। ২০০৭ খ্রিঃ ১ জানুয়ারি জন্ম নিবন্ধন যাদের হয়েছে তারা নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ছবি তুলতে পারবে। নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম থেকে কেউ বাদ যাবে না। নাসিরনগর থেকে সুজিত কুমার চক্রবর্তী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ