শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন

নিউমার্কেটে সংঘর্ষ: শতকোটি টাকা ক্ষতি
রিপোর্টারের নাম / ১১৯ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

 

নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে স্থবির হয়ে পড়েছে ওই এলাকার অন্তত ২০টি মার্কেটের ব্যবসা-বাণিজ্য। ঈদের আগে বেচাকেনা বন্ধের কারণে বাড়ছে লোকসান। এক দিন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের কারণে ক্ষতি দাঁড়াতে পারে শতকোটি টাকা।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে।

তিনি বলেন, ‘নিউ মার্কেটকেন্দ্রিক ২০টি মার্কেট রয়েছে। ব্যবসায়ীর সংখ্যা হবে দেড় লাখের বেশি।’

তিনি আরও বলেন, ‘সামনে ঈদ, তাই এখন ব্যবসার পিক সময়। বেচাবিক্রি একদিন বন্ধ থাকায় বড় অঙ্কের ক্ষতি হতে পারে। এক দিন ব্যবসা বন্ধের ফলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১০০ কোটি টাকা। তবে সার্বিক ক্ষতির বিষয়ে সঠিক তথ্য দেয়া কঠিন।’

নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘সোমবার রাতে নিউ মার্কেটের একাধিক দোকানে লুটপাট হয়েছে। পুলিশ আসায় রক্ষা হয়।’

তিনি বলেন, ‘এই এলাকায় নিউ মার্কেট, গাউছিয়া সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মল, চাঁদনী চক, হকার্স মার্কেট, নিউ ম্যানশনসহ আরও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান এখানে।’

তিনি জানান, গেল দুই বছরে করোনার কারণে দোকানপাট বন্ধ ছিল। এবার ঈদকে কেন্দ্র করে ক্ষতি পুষিয়ে নেবার চেষ্টা চলছে। ঈদকেন্দ্রিক বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ