মোহাম্মদ রাসেল মিয়া : সাইফুল নামে হারিয়ে যাওয়া একটি শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। সে বর্তমানে কসবা থানায় নিরাপদ হেফাজতে রয়েছে।
সাইফুল বয়স ৮ বছর। তার গায়ের রং কালো ও উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিভি ব্লু গেঞ্জি এবং টাউজার।
০৭ জুলাই, ২০২২ কসবা থানার কুটি চৌমুহনী এলাকায় কান্নারত অবস্থায় তাকে খুঁজে পায় স্থানীয় লোকজন। সে তার বাবর নাম- ডাক জসিম মিয়া ওরফে শফিক বলে জানায়। বাড়ি সিলেট সুনামগঞ্জ জেলায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক ভাবে ঠিকানা বলতে না পারায় তাকে থানায় নিয়ে আসে । ছেলেটি সুনামগঞ্জ মারখাজুল তালিম ইন্টারন্যাশনাল মাদরাসা ছাত্র বলে জানান । উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে কসবা থানা ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল নং-01320-115142.