ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বোলারদের ব্যর্থতায় প্রথম টেস্টের প্রথম সেশন উইকেটশূন্য কেটেছে সফরকারী দলের।
মধ্যাহ্ন বিরতিতে সাউথ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৯৫।
কিংসমিডের প্রাণবন্ত ও বাউন্সি উইকেটে বাংলাদেশের বোলাররা খেই হারিয়েছে। কখনও বাউন্সারের আশায় শর্ট বল, কখনও বা সুইংয়ের আশায় ফুল লেংথ বল করেছেন এবাদত হোসেন, খালেদ আহমেদরা।
যার পূর্ণ ফায়দা নিয়েছেন দুই সাউথ আফ্রিকান ওপেনার ডিন এলগার ও সারেল এরউই। উদ্বোধনী জুটিয়ে অনায়াসে খেলে অর্ধশতাধিক রানের জুটি গড়েন দুই ব্যাটার।
ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৬০ রান নিয়ে উইকেটে আছেন এলগার। তার সঙ্গী এরউইস অপরাজিত ৩২ রানে।
বাংলাদেশের হয়ে প্রথম সেশনের ২৫ ওভারে বল করেছেন চারজন। সবচেয়ে বেশি ৯ ওভার করেছেন তাসকিন আহমেদ।
৭ ওভার করেছেন এবাদত হোসেন। খালেদ আহমেদ করেছেন ৫ ওভার। স্পিনার মেহেদী মিরাজ করেছেন সবচেয়ে কম ৪ ওভার।