মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন

প্রদীপ মাহবুবের গুচ্ছ কবিতা
রিপোর্টারের নাম / ১৮৪ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

সেদিন জোনাকজ্বলা সন্ধ্যায়
‘অন্য এক তোমায়’ দেখেছিলাম।
মুক্তাঝরা হাসিতে বিলীন হয়েছিল
আঁধারের নীলিমা,
চোখের ফোয়ারায় বিধ্বস্ত হয়েছিল
ঝিলের কৃত্রিম ঝর্ণাধারা, আর
আলোকরশ্মির বর্ণিল বিচ্ছুরণ।
কামনার দৃষ্টিতে ভস্মীভূত হয়েছিল
হাজার বছরের অপেক্ষারত প্রকৃতির প্রমত্ত যৌবন।
দগ্ধ হৃদয়ে সুনামির উত্তাপ ছড়িয়েছিল
আমার প্রেমহীন লাল গোলাপ। সেই গোলাপে
আনমনে খুঁজেছিলে নখদন্তহীন কাঁটার উন্মত্ত পরশ!
ব্যাকুল ঠোঁটের অব্যক্ত ভাষায় ফুটেছিল
অসম প্রেমের নির্মল হাতছানি। আর
ইতিহাস রচনার মোহে
বাহু যুগলে লেগেছিল বিদ্যুতের ঝলকানি।
তোমার শিকারি দুই চোখ
প্রেমে খুঁজেছিল যৌনতা, কিন্তু
আমার পোড়া হৃদয়
যৌনতায় খুঁজেছিল প্রেমের অমরত্ব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ