প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। এসময় তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।
জোহরবাদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সকাল ৯টায় রাজধানী মেরুল বাড্ডায় বৌদ্ধবিহারে বিশেষ প্রার্থনা করা হয়। এসময় পুরোহিত ছিলেন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের। প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া।
নগরীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য।