শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব
রিপোর্টারের নাম / ১২৪ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

 

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবেন সাকিব আল হাসান। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক জালাল ইউনূস সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, দ্বিতীয় টেস্ট খেলতে সাকিব সাউথ আফ্রিকায় ফিরছেন।

ইউনূস বিসিবির ভবিষ্যত টেস্ট পরিকল্পনা ব্যাখ্যা করার সময় বলেন, ‘সাকিব নিশ্চিত করেছে দ্বিতীয় টেস্টে সে খেলবে।’

সাউথ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর পারিবারিক কারণে ছুটি নিয়ে দেশে ফিরে আসেন সাকিব। যার কারণে ৩১ মার্চ শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলে দেশে ফিরে আসার কথা ছিল সাকিবের। দুই সন্তান, মা ও শাশুড়ি অসুস্থ থাকায় দেশে ফেরার কথা ছিল তার। তবে দলের স্বার্থে তৃতীয় ম্যাচ খেলে ফেরার সিদ্ধান্ত নেন সাকিব।

বোর্ডকে জানান পরিস্থিতির উন্নতি হলে দ্বিতীয় টেস্ট খেলতে সাউথ আফ্রিকা যাবেন তিনি।

গত রোববার সাকিবের পরিবারের সদস্যদের অবস্থা উন্নতি হয় ও হাসপাতাল থেকে ছাড়া পান তারা। এরপরই সাকিব বোর্ডকে জানান তিনি সিরিজে ফিরতে প্রস্তুত।

সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ পোর্ট এলিজাবেথে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ