ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু অনুর্ধ ১৭ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কসবা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলায় কসবা পৌরসভা ফুটবল একাদশ খাড়েরা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করেছে।
খেলায় কেউ কাউকে গোল করতে পারছিলেন না। গোল শূণ্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়। খেলা ছিল টানটান উত্তেজনা। মাঠের চারপাশে দর্শকের ছিল উপচেপড়া ভীড়। খেলার দ্বিতীয়ার্ধের ১০ মিনিট সময় বাকী থাকতে কসবা পৌরসভা ফুটবল একাদশের ১১ নম্বর জার্সি পড়া খেলোয়ার সাইফুর রহমান একটি গোল করে। খাড়েরা ফুটবল একাদশ গোল পরিশোধ করতে মারিয়া হয়ে চেষ্টা করলেও গোল পরিশোধ করতে পারেনি। ফলে ১-০ গোলে কসবা পৌরসভা ফুটবল একাদশ জয়ী হয়।.
ফাইনাল খেলায় শ্রেষ্ঠ খেলোয়ারের পুরস্কার পেয়েছেন কসবা পৌরসভা ফুটবল একাদশের খেলোয়ার মো. সাইফুর রহমান, শ্রেষ্ঠ গোল দাতা মো. ফাহিম, শ্রেষ্ঠ গোল রক্ষক মুশফিকুর রহমান।
খেলায় প্রধান রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন গোলাম কিবরিয়া, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন ও আশিকুর রহমান।
ফাইনাল খেলায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, আইন মন্ত্রী আনিসুল হক এর ব্যক্তিগত সহকারী মো. সফিকুল ইসলাম, খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ ভুইয়া, কসবা পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রুস্তম খা, কসবা পৌরসভার কাউন্সিলর মো. রঙ্গু মিয়া, মো. ফুরকান আহাম্মদ প্রমুখ।