প্রত্যাশা টিভি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে শাহরুখের কোভিড পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
রোববার সন্ধ্যায় করা সেই টুইটে মমতা লেখেন, ‘এইমাত্র জানতে পেরেছি যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করছি। সুস্থ হয়ে ওঠো শাহরুখ! খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে এসো!’
এদিকে নিউজ১৮-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন ক্যাটরিনা। এ কারণে আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানেও হাজির হননি অভিনেত্রী। যেখানে এ বছর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তার স্বামী অভিনেতা ভিকি কৌশল।
সূত্রের বরাত দিয়ে সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্যাটরিনা তার কোয়ারেন্টাইন সময় শেষ করেছেন।
এদিকে শনিবার নিজেই ইনস্টাগ্রামে করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন কার্তিক আরিয়ান। এর আগে গত ১৪ মে এক টুইটে করোনায় আক্রান্তের খবর জানান অক্ষয় কুমার।