শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয়, এখন ভিক্ষা দেয়: কাদের
রিপোর্টারের নাম / ১৬৭ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

 

বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ ভিক্ষা দেয়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়।’

বৃহস্পতিবার নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রশ্ন রাখেন ক্ষমতাসীন দলের নেতা।

বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন অর্জন ধ্বংস হয়ে যাবে বলেও মনে করেন তিনি। বলেছেন, তখন দেশের গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাও ধ্বংস হবে।

শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ায় মানুষ আজ প্রসংশা করছে বলেও দাবি করেন ক্ষমতাসীন দলের নেতা। দেশের যে কোনো দলের চেয়ে আওয়ামী লীগ অনেক এগিয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বের গুণে তা সম্ভব হয়েছে।’

বিএনপির নেতা কে বা তাদের পরিকল্পনা করা আন্দোলনেরই বা নেতা কে-এমন প্রশ্নও তোলেন তাদের। বলেন, ‘তাদের দলে গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত’।

বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে।’

আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ স্থানীয় সংসদ সদস্যরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ