মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন

বিপাকে বায়ার্ন মিউনিখ ১৭ সেকেন্ড মাঠে ১২ জন নিয়ে খেলে
রিপোর্টারের নাম / ১২৯ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

১২ জন মাঠে নামিয়ে বিপাকে বায়ার্ন মিউনিখ

জার্মান বুনডেসলিগায় অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে বায়ার্ন মিউনিখ। লিগের মাত্র ৬ রাউন্ড বাকি থাকতে ৯ পয়েন্টের লিডে আছে বাভারিয়ানরা। টানা দশম লিগ শিরোপা জেতা এখন সময়ের ব্যাপার।

নিজেদের দুর্ধর্ষ ছন্দের প্রদর্শনী তারা আরও একবার করে শনিবার রাতে। ফ্রাইবুর্গকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করে চ্যাম্পিয়নরা।

তবে ম্যাচে ঘটে যায় বিচিত্র এক ঘটনা। যার কারণে পয়েন্ট কেটে নেয়া হতে পারে বায়ার্ন মিউনিখের।

ম্যাচের ঘড়িতে সময় তখন ৮৬ মিনিট। ফ্রাইবুর্গের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকে ম্যাচভাগ্য প্রায় নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন।

এমন সময় জোড়া খেলোয়াড় বদলের সিদ্ধান্ত নেন বায়ার্ন মিউনিখের ম্যানেজার ইউলিয়ান নাগেলসমান।

বদলি হিসেবে মাঠে নেমে যান নিক্লাস সুলে ও মারসেল জাবিটসার। তবে মাঠ থেকে বের হন মাত্র একজন খেলোয়াড়। কোরেনটিন টোলিসো মাঠ ছেড়ে গেলেও, কিংসলে কোমান মাঠেই থেকে যান।

রেফারির অলক্ষ্যে ১৭ সেকেন্ড মাঠে ১২ জন নিয়ে খেলে বায়ার্ন মিউনিখ। পরে ফ্রেইবুর্গের কর্মকর্তারা রেফারির নজরে আনেন বিষয়টি। খেলা মিনিট ছয়েক বন্ধ থাকার পর ১১ জন নিয়ে আবার খেলা শুরু হয়।

অতিরিক্ত সময়ে আরেকটি গোলও করে বায়ার্ন। তবে তাদের জয়ের আনন্দ দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনা আছে। ম্যাচ রেফারি ক্রিস্টিয়ান ডিনগার্ট ম্যাচ শেষে বুনডেসলিগা কর্তৃপক্ষকে অবগত করেছেন বিষয়টি।

তিনি স্কাই স্পোর্টসকে বলেন, ‘বিষয়টা নিয়ে সবাই বিভ্রান্ত হয়ে পড়েছিল। আমি ফেডারেশনকে জানিয়েছে। এখন তাদের সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব।’

বুনডেসলিগার নিয়ম অনুযায়ী বায়ার্নকে ৩ পয়েন্ট জরিমানা করতে পারে ফেডারেশন। পয়েন্ট পেয়ে যাবে ফ্রেইবুর্গ।

তেমনটা হলে লাভবান হবে বরুশিয়া ডর্টমুন্ড। কারণ বায়ার্নের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তারা ২ নম্বরে আছে লিগ টেবিলে।

২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট বায়ার্নের আর ডর্টমুন্ডের ৫৭।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ