নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় আশানুজ্জামান বাবলু নামে এক ইউপি সদস্যকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত দশ টায় উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজারে এ ঘটনায় ঘটে। আশানুজ্জামান বাবলু মহিষাকুড়া গ্রামের রাহজান মোল্লার ছেলে। বর্তমান সে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয়রা জানায়, বালুন্ডা বাজারের ভাই ভাই ফার্ণিচার দোকানের সামনে বাবলু অবস্থান করছিলেন। এমন সময় একদল সন্ত্রাসী এসে প্রথমে বোমার বিস্ফোরন ঘটায় পরে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বাবলুকে। এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
এঘটনায় নাভারন সার্কেল এএস’পি জুয়েল ইমরান বলেন, এলাকায় সাঁড়াশি অভিযান চলছে, অতি দ্রুত দোষিদের আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আরও বলেন, বাবলু নিজেও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে থানায় ১২ টি মামলা রয়েছে।