স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া শহরের বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র সাধারন সভা হয়েছে বুধবার রাতে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই সভায় নতুন কমিটি ঘোষনা করা হয়। এতে আবারো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুল হক আতিক ও আবদুল্লাহ ভূইয়া। সাধারণ সভায় ভোরের সাথীর সভাপতি আতিকুল হক আতিকের সভাপতিত্বে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পাবলিক প্রসিকিউটর মাহবুবুল আলম খোকন,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,সংগঠনের সহ-সভাপতি এডভোকেট শাহআলম খন্দকার,ফয়সাল আহমেদ ওয়াকার,জাহাঙ্গীর কবির খান দুলাল,সাধারণ সম্পাদক আবদুল্লাহ ভূইয়া। বিশিষ্ট সংস্কৃতিকর্মী আল আমিন শাহিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক কাউন্সিলর সুভাষ দাস, আসিফ ইকবাল,আবু কাউসার,আবদুল মান্নান, আল মামুন সরকার,জাকারিয়া মাসুদ নোয়াব ,মো: হোসাইন, এডভোকেট সুুভাষ দেবনাথ,আল আমিন প্রমুখ। আলোচনা সভার পর আগের কমিটি বিলুপ্ত করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। এতে প্রধান অতিথি পাবলিক প্রসিকিউটর এডভোকেট মাহবুবুল আলম খোকন নতুন নেতৃত্বের নাম প্রস্তাব করেন। পরে উপস্থিত সদস্যরা করতালিতে তাদের সমর্থন ব্যক্ত করেন। ৪৩ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ জনের নাম ঘোষনা করা হয়।