ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ দোকার পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার জামাল মার্কেটের একটি রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, দুপুরে জামাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সেখানকার একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে আগুনে মার্কেটে হার্ডওয়্যার, ওষুধ ও কৃষি বীজসহ বিভিন্ন পণ্যের ১২ দোকান পুড়ে যায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।