স্টাফ রিপোর্টার :মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তিকারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুন) দুপুরে জেলা শহরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতে উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতে র্শীষ উলামায়ে কেরাম, পীর মাসায়েক ও মাদরাসা শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি কাজী মাওলানা মহিউদ্দিন মোল্লা, সাধারন সম্পাদক আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতী গিয়াস উদ্দিন ত্বাহেরি, দৌলতবাড়ি পীর সৈয়দ নাঈম উদ্দিন, মুফতি মাওলানা জাবের আল মনসুর প্রমুখ।
এই সময় বক্তারা চলমান জাতীয় সংসদ অধিবেশনে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও আয়েশা (রা.)- কে কটূক্তিনর ঘটনায় নিন্দা প্রস্তাব পাশ করার দাবি জানিয়ে কটূক্তিকারী নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে দেশজুড়ে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতী গিয়াস উদ্দিন ত্বাহেরি এই আন্দোলনে মাঠে থাকায় উৎসুক মানুষ ভীর করে।