মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচন নিয়ে সংবাাদিকদের সাথে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর মতবিনিময়
রিপোর্টারের নাম / ১২৮ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন জেলা পরিষদ নির্বাচন নিয়ে সংবাাদিকদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। মঙ্গলবার দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। ইতিমধ্যে জেলার ভোটারদের তার পক্ষে ব্যাপক সমর্থন রয়েছে। তিনি নির্বাচিত হতে পারলে গ্রামীন অবকাঠামোসহ জেলার সার্বিক উন্নয়ন এবং অনিয়ম ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও তিনি তার প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল আলমের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত ভঙ্গের দায়ে কেন্দ্র থেকে ব্যবস্থা নেয় হবে বলেও জানান। এ সময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহসভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলামসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ