এনই আকন্ঞ্জিঃপ্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনোদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি থেকে নতুন ভবনের উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এমপি। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমান প্রমূখ। এ সময় সাংসদ এবাদুল করিম বুলবুল বলেন, চিকিৎসকের পাশাপাশি সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা থাকলে দেশের চিকিৎসা ব্যবস্থা বহুদূর এগিয়ে যাবে।
প্রসঙ্গত, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যায়ে এই উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করে। প্রতিদিন এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারীসহ শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন।