শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ আটক এক
রিপোর্টারের নাম / ১৪২ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

 

এনই আকন্ঞ্জি ,
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি‘সহ নায়েব আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প। গতকাল সোমবার দুপুরে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক নায়েব আলী নরসিংদী জেলার মুরাদনগর গ্রামের মৃত মিয়ার ছেলে। এর আগে রোববার রাতে কড়ইকান্দি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, রবিবার সন্ধ্যায় অবৈধ অস্ত্রে কেনা বেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় নায়েব আলীকে আটক করে তার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ