শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
এনই আকন্ঞ্জি / ১৫০ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

 

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়াকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানামূখী সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এরই আলোকে যানজট নিরসন, হকারমুক্ত ফুটপাত, নদী দখল উচ্ছেদসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দ্রæতই কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়াকে একটি পরিকল্পিত নগরীতে রুপান্তরিত করতে সকলকে সাথে নিয়ে কাজ করা হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ। মতবিনিময়শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ১ হাজার মাস্ক দেয়া হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ