শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া কসবায় রেলওয়ে স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন
রিপোর্টারের নাম / ১৭১ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

 

মোহাম্মদ রাসেল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের মাস্টার “সমর দে” এর যাত্রী হয়রানি ও সিন্ডিকেটের মাধ্যমে টিকেট কালোবাজারির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় জনসাধারনের উদ্যোগে ১৯ এপ্রিল রোজ মঙ্গলবার দুপুরে কসবা রেলওয়ে স্টেশনের পশ্চিমের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে তারু মিয়া সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবু জাহের, আবেদ আলী,ফুরকান উদ্দিন, ব্যবসায়ী হারুন মিয়া, ইসমাইল মিয়া, হাশেম মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, সমর দে কসবা রেলওয়ে স্টেশনের মাস্টার হিসেবে যোগদানের পর থেকেই তিনি একটি সিন্ডিকেটের মাধ্যমে টিকেট কালোবাজারি করে আসছেন। কালোবাজারিদের কাছ থেকে মানুষকে চড়া দামে টিকেট কিনতে হচ্ছে। জনগন টিকেটে কালোবাজারিদের বিষয়ে প্রতিবাদ করলেই মাস্টার সমর দে পুলিশ দিয়ে জনগনকে হয়রানি করান। মানববন্ধনে বক্তারা স্টেশন মাস্টার সমর দে ও কালোবাজারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে টিকেট কালোবাজারি ও স্টেশন মাস্টার সমরদের বিচার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

স্টেশন মাস্টার সমর দে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। স্টেশনের টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের সহযোগীতা চেয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ