মোহাম্মদ মনিরুজ্জামান সাগর (ব্রাক্ষণবাড়িয়া) জেলা প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যে শীর্ষে।জেনারেল শাখা পাশের হার ১০০% ও বিএম শাখা পাশের হার ১০০%। A+ ৮ জন, A ১৮৬ জন।
তিতাস পাড়ের প্রত্যন্ত জনপদে অবস্থিত হয়েও ইতোমধ্যে জেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় থাকার অদম্য প্রেরণায় এগিয়ে চলেছে। এই চমৎকার ফলাফলে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সবাই আনন্দিত। এই জনপদের কৃতী মানুষ বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও আলোকিত শিক্ষাবিদ মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের তত্ত্বাবধান ধন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রত্যন্ত জনপদের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মানুষের জন্য শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এখানে রয়েছে একঝাঁক মেধাবী শিক্ষকমন্ডলী। এছাড়াও সাহিত্য সংস্কৃতি ক্রীড়া ও সহশিক্ষার প্রতিটি স্তরে এগিয়ে যাচ্ছে যা জেলার জন্য বয়ে এনেছে সুনাম।
বিশেষ করে নাট্যচক্র দল দেশ ও দেশের বাইরে ব্যাপক সুনাম অর্জন করেছে।