কসবা (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধিঃ কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়।শনিবার সকালে কসবা উপজেলা নিবার্হী কর্মকর্তা আমিমুর এহসান খানের সভাপতিত্বে গণহত্যা দিবস আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম,কসবা হাসপাতাল কর্মকর্তা অরূপ পাল,
কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদুল্লাহ উপজেলা মাধ্যমিক অফিসার জাফর আহাম্মেদ, মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম, হারুনুর রশীদ ঢালী,কসবা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুস্তম খাঁ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, গণহত্যায় নিহতদের স্বরণে আত্নআর শান্তিকামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান। এই সময় জনপ্রতিতিনিধি,সাংবাদিক,শিক্ষক,মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।