মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন

ভারতে কঙ্গনাকে সিনেমায় নেবেন না বিবেক অগ্নিহোত্রী
রিপোর্টারের নাম / ১৮৯ বার
আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

 

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস দেখার পর প্রশংসায় ভাসিয়েছিলেন কঙ্গনা রানাউত। এরপরই বিবেকের সঙ্গে কঙ্গনার কাজ করা নিয়ে গুঞ্জন শুরু হয়। যা নিয়ে এবার মুখ খুললেন পরিচালক।

দ্য কাশ্মীর ফাইলস দেখার পর সোশ্যাল মিডিয়ায় বক্তব্য জানিয়েছিলেন কঙ্গনা। তিনি লিখেছিলেন, ‘ওনারা এত ভালো একটা সিনেমা বানিয়েছেন, যা বলিউডের সব পাপ ধুয়ে দিয়েছে।’

এখানেই শেষ নয়, বলিউডের অন্যান্য সুপারস্টারদেরও সিনেমাটির প্রচার করা উচিত বলে মনে করেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, বলিউডে বহু বোকা বোকা সিনেমা তৈরি হয় এবং সেটার ব্যাপক প্রচার করা হয়। তাদের এই সিনেমাটিও প্রচার করা উচিত।’

একই সঙ্গে সিনেমাটি ভারতের সব রাজ্যে করমুক্ত করার আর্জিও জানান তিনি।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবার কঙ্গনা রানাউতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মুখ খুলেছেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেন, ‘আমার সিনেমায় স্টারদের প্রয়োজন নেই, অভিনেতার প্রয়োজন। ১২ বছর আগে আমি যখন সিনেমা বানাতে শুরু করি তখনই ভেবেছিলাম স্টারদের নিয়ে কাজ করব না।’

এই বক্তব্যের মধ্য দিয়ে কঙ্গনার সঙ্গে কাজের জল্পনা ওড়িয়ে দিলেন বিবেক।

১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে অভিনয় করেছেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো অভিনেতারা। গত ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির দুই সপ্তাহের মধ্যেই সিনেমাটি ২০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ