শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ পূর্বাহ্ন

মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রিপোর্টারের নাম / ১৫৩ বার
আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মহাসড়কের পাশে খালের খাদ থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। রোববার (২১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বৈশামুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।এ ব্যপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার(সরাইল- সার্কেল)এ এসপি মো.আনিছুর রহমান এ প্রতিনিধিকে বলেন, ওই উদ্ধার হওয়া লাশটির পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ওই এলাকার লোকজন লাশটিকে শনাক্ত করতে পারেনি। তার লাশ সনাক্তের জন্য পুলিশ কাজ করছে। তিনি বলেন,সকালে সড়কের পার্শ্ববর্তী খাদে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ডান পাশে বগলের নিচে দাগ রয়েছে। তাকে হত্যার পর ফেলে দেওয়া হয়েছে নাকি অন্য কিছু তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহটির পরিচয় শনাক্তে এরই মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তত করে জেলা হাসপাতলে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ